Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

নতুন ভোটার আবেদন, এনআইডি কার্ড সংশোধন, হারানো/নষ্ট NID Card পুররায় উত্তোলন করার জন্য অনলাইনে services.nidw.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা জনসাধারণের চাহিদা মোতাবেক আবেদনের প্রেক্ষিতে প্রদর্শন করা ও প্রয়োজন অনুসারে ভোটার নম্বর সরবরাহ করা, কী কী যোগ্যতা থাকলে জাতীয় পরিচয়পত্র পাওয়া যেতে পারে/ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে,জাতীয় পরিচয়পত্র থাকলে কী কী নাগরিক সুবিধা পাওয়া যেতে পারে ইত্যাদি ব্যাপারে জনসাধারণকে পরামর্শ প্রদান করা, ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের উদ্দেশ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগদান ও প্রশিক্ষণ প্রদান করা, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারিত ফি-এর মাধ্যমে ছবিছাড়া ভোটার তালিকার  সিডি সরবরাহ করা, ভোট গ্রহণের নিমিত্ত ভোটকেন্দ্র স্থাপন এবং জনসাধারণকে অবহিতকরণ, জনসাধারণকে নির্বাচনের আইন,বিধি-বিধান সম্পর্কে অবহিত করা, বিভিন্ন নির্বাচনের পূর্বে বিধিমালা মোতাবেক ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগদান/নিয়োগ দানে সহায়তা করা ও উপজেলার সুবিধাজনক স্থানে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান/ প্রশিক্ষণ প্রদানে সহায়তা করা, বিভিন্ন নির্বাচনের ফলাফল সংগ্রহ এবং প্রেরণ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা,জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের তথ্যাদি সংগ্রহ করা,স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল নির্বাচনে রিটার্নিং অফিসারকে সহায়তা প্রদান করা, অফিসের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করা এবং নির্বাচন কমিশন কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত দায়িত্ব পালন করা। উল্লেখ্য, উপজেলা নির্বাচন অফিসারগণ উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার, পৌরসভা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।